Thursday, June 18, 2009

স্বামীর চেহলাম অনুষ্ঠানে অংশ নিতে প্র্রধানমন্ত্রী পীরগঞ্জ যা"েছন আজ

স্বামীর চেহলাম অনুষ্ঠানে অংশ নিতে প্র্রধানমন্ত্রী পীরগঞ্জ যা"েছন আজ

বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার চেহলাম আজ শুক্রবার তার গ্রামের বাড়ি ফতেহপুরে অনুষ্ঠিত হবে। তার স্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ এতে উপসি'ত থাকবেন।
পারিবারিক সূত্র জানায়, দুপুরের আগেই প্রধানমন্ত্রী হেলিকপ্টারযোগে পীরগঞ্জ সরকারি বিদ্যালয় মাঠে অবতরণ করবেন। এরপর তিনি গাড়িযোগে সরাসরি ফতেহপুরে যাবেন। সেখানে প্রয়াত স্বামী, শ্বশুর ও শাশুড়ির কবর জিয়ারত শেষে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে দুপুরের খাবার খেয়ে শ্বশুরবাড়িতে কিছুড়্গণ নিকটাত্মীয়দের সঙ্গে কাটাবেন। এরপর ঢাকার উদ্দেশে তিনি পীরগঞ্জ ত্যাগ করবেন। চেহলামে মোট ৫০ হাজার মানুষের খাবার আয়োজন করা হয়েছে বলে জানা গেছে। এ জন্য মাটির তৈরি খাবার পেস্নট আমদানি করা হয়েছে সাড়ে ৭ হাজার। ২০০ মন চাল রান্না করা হবে। ৫০টি গর" ছাড়াও হিন্দুদের জন্য পৃথক খাসির আয়োজন থাকবে। যে কোনো প্রকার বিশৃঙ্খলা এড়াতে বিশেষ নিরাপত্তা ব্যবস'াও নেয়া হয়েছে।

Sent By
Habibullah Mizan
Group Administrator

No comments:

Post a Comment